• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৩:১০ পিএম

কার্ডিফে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাধা

কার্ডিফে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাধা
কার্ডিফে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে মাঠ কভার দিয়ে আবৃত রাখা হয়েছে

বিশ্বকাপ শুরুর চারদিন আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। তবে সেই প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার (২৬ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কার্ডিফে খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। 

আবহাওয়া ভালো না থাকলেও কার্ডিফের মাঠের ড্রেনেজ ব্যবস্থা বেশ আধুনিক, রয়েছে সুপার সপার। বৃষ্টি দ্রুত থামলে খেলা শুরু হতে তেমন সময় লাগবে না। তবে দেরিতে খেলা শুরু হলে ওভার কাটা হতে পারে। 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আবহাওয়া মেঘাছন্ন থাকায় ও বৃষ্টি হওয়ায় পেসাররা বাড়তি সুবিধা পাবে। 

আরআইএস