• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৩:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০১৯, ০৪:১৪ পিএম

পন্টিংয়ের মতে সাকিব ‘ডেঞ্জার ম্যান’

পন্টিংয়ের মতে সাকিব ‘ডেঞ্জার ম্যান’

গত এক দশক ধরেই ব্যাট-বল হাতে ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রেখেছেন সাকিব আল হাসান। সম্প্রতি রশিদ খানকে হটিয়ে ফিরে পেয়েছেন র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও। তবে সাকিবের শ্রেষ্ঠত্ব শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ জেতা ক্রিকেটার রিকি পন্টিং মনে করেন এবারের বিশ্বকাপে মাঠেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন সাকিব। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ডেঞ্জার ম্যান বা ভয়ঙ্কর খেলোয়াড় হিসেবে সাকিবকে বেছে নিয়ে তিনি বলেন, ‘আমার মতে বিশ্বকাপে বাংলাদেশের ‘‘ডেঞ্জার ম্যান’’ হবেন সাকিব আল হাসান। দীর্ঘ সময় ধরে খেলে আসছেন বাঁহাতি এই অলরাউন্ডার। মাঠের ভিন্ন ভিন্ন জায়গায় রান করে থাকেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। স্কয়ার অব দ্য উইকেটে সে খুব শক্তিশালী। এ ছাড়াও ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ড ম্যান অঞ্চলে রান তুলতে পারেন ‍সাকিব।’ 

পন্টিংয়ের মতে বোলার হিসেবেও যথেষ্ট চতুর সাকিব। অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জেতা পন্টিং বলেন, ‘সাকিব কখনোই বলে বড় টার্ন করানো স্পিনার ছিল না। গতির বৈচিত্র্যে খুবই ভালো তিনি এবং দেখতে খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। বেশিরভাগ ফিঙ্গার স্পিনাররা এখন উইকেট টু উইকেট বল করে থাকে, রান থামাতে চেষ্টা করেন। সাকিব এক্ষেত্রে ব্যতিক্রম। গতি ও ফ্লাইটে পরিবর্তন এনে উইকেট নেয়ার চেষ্টা করেন তিনি।’ 

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবকে নিয়ে বর্তমান অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক আরও বলেন, সাকিব বিগ ব্যাশে খেলেছেন, আইপিএলে খেলছেন গত ছয়-সাত বছর ধরে। আপনি যদি বাংলাদেশ দলের দিকে তাকান তবে সাকিব ও তামিমের দিকে বিশেষ নজর রাখতে আপনি বাধ্য।’

এসএইচএস