• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৭:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০১৯, ০৪:১৩ পিএম

বিশ্বকাপ জয়ের চেয়েও ভারতকে হারানো বেশি আনন্দের! 

বিশ্বকাপ জয়ের চেয়েও ভারতকে হারানো বেশি আনন্দের! 

বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ছয়বার ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ছয়বারই হেরেছে পাকিস্তান। এবারের বিশ্বকাপ রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় এ দু'দল আবারো মুখোমুখি হবে আগামী ১৬ জুন। কিন্তু এবার টানা হারের সেই বৃত্ত থেকে বের হয়ে আসতে চায় পাকিস্তান। দলটির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকও আত্মবিশ্বাসী, এই বিশ্বকাপে ভারতকে হারিয়ে টানা হারের লজ্জা ভাঙবে পাকিস্তান। 

এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই নিয়ে ইনজামাম বলেছেন, ‘মানুষ ভারত-পাকিস্তান ম্যাচকে বেশ গুরুত্ব সহকারে নেয়। অনেকে তো আবার পাকিস্তান বিশ্বকাপ জিতলে যত না খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে শুধুমাত্র ভারতকে হারাতে পারলে।’ 

এরপর ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পাকিস্তানের ক্রিকেট ওয়েবসাইটকে তিনি আরও বলেন, ‘আমি আশা করছি এই বিশ্বকাপে ভারতকে হারিয়ে আমরা টানা ৬ হারের ব্যর্থতা থেকে বের হয়ে আসব। যদিও শুধুমাত্র ভারত নয়, যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে পাকিস্তানের।’ 

এসএইচএস