• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০১৯, ০৪:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০১৯, ০৪:৩৮ পিএম

লন্ডনে টাইগারদের ঈদের নামাজ আদায়  

লন্ডনে টাইগারদের ঈদের নামাজ আদায়  
নামাজের পর মাহমুদউল্লাহর সেলফিতে বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যসহ অন্যান্যরা - ছবি : ইন্টারনেট

ইংল্যান্ডে আজ মঙ্গলবার (০৪ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল-উল-ফিতর। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল এখন লন্ডনে অবস্থান করায় সেখানেই ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে নিরাপত্তার কারণে বড় জামাতের সঙ্গে ঈদের নামাজ পড়তে পারেনি সাকিব-মুশফিকরা। 

লন্ডনের স্থানীয় সময় ১১টায় ঈদের জামাত আদায় করে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। 

এর আগে, টিম বাসে করে বাংলাদেশ দল একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে গেলে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে নিজেদের অপারগতার কথা প্রকাশ করে আইসিসি। দলের ১৩ জন মুসলমান ক্রিকেটার সেই সঙ্গে বেশ কয়েকজন স্টাফ- এতজনকে ঈদের জামাতে আলাদা বেষ্টনীতে রাখতে পারবে না বলেই এই সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। বাধ্য হয়ে তাই জাতীয় দলের ব্যানারের বাইরে গিয়ে ঈদের নামাজ আদায় করতে হয় বাংলাদেশ দলকে। 

ঈদের নামাজ আদায়ের পর বাঁ থেকে সাকিব-রুবেল-মুশফিক-মোসাদ্দেক - ছবি :  সংগ্রহীত
ময়মনসিংহের দুই কৃতি সন্তান মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ - ছবি : সংগ্রহীত 

এসএইচএস