• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০২:১৮ পিএম

ব্রিস্টলের আকাশে মেঘ, শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ব্রিস্টলের আকাশে মেঘ, শঙ্কায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
ব্রিস্টলে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের মতো আজকের ম্যাচও বৃষ্টিতে ভেসে যেতে পারে। ফাইল ফটো

ব্রিস্টলে বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় সাউদাম্পটনে খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে স্থানীয় সময় গতকাল রাত ১১টায় (বাংলাদেশ সময় আজ ভোর ৪টা) বৃষ্টি হওয়ায় এখন মাঠ ভেজা রয়েছে এবং তা কভার দিয়ে ঢাকা রয়েছে। 

ম্যাচ শুরুর আগে সকালে আকাশ কালো মেঘে ঢাকা রয়েছে। সূর্যের কোনো দেখা মেলেনি। টসের সময় বৃষ্টির সম্ভাবনা শতকরা ৯৯ ভাগ। যথা সময়ে ম্যাচ শুরু না হলে ওভার কাটা হতে পারে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত বেশি। 

গোটা ব্রিটেনজুড়েই বর্তমানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যার প্রভাব পড়েছে বিশ্বকাপের কয়েকটি ম্যাচে। ইতোমধ্যে ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, আগেই ভারি বৃষ্টিপাত হয়ে গেলে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এমনটি হলে বল ঠিকই মাঠে গড়াবে। 

আরআইএস