• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০২:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০২:৩৯ পিএম

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ধাওয়ান! 

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ধাওয়ান! 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন সেই ম্যাচেই সেঞ্চুরি পাওয়া ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সেই চোটই এবার তাকে বিশ্বকাপ থেকে সরিয়েই দিল বলা যায়। কারণ সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আঙুলের চোটে ধাওয়ানকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানা গেছে। 

ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট বিধ্বংসী এই ওপেনারকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ওভালে অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার-নাইলের লাফিয়ে ওঠা একটি বল খেলতে গিয়ে বুড়ো আঙুলে আঘাত পেয়েছিলেন ধাওয়ান। এর পর ব্যথা নিয়েই সেই ম্যাচে খেলে যান তিনি। শেষ পর্যন্ত ১০৯ বলে ১১৭ রান করে আউট হন ধাওয়ান। যদিও ফিল্ডিংটা আর করা হয়নি তার সে ম্যাচে, বদলি ফিল্ডার হিসেবে নামানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। 

এর আগে ২০১৬ সালে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের একটি বাউন্সারে একই আঙুলে আঘাত পেয়েছিলেন ধাওয়ান। 

বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৩ জুন)। 

এমএইচএস