• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৯:৫২ এএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ১০:০৪ এএম

এস্তোনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি 

এস্তোনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি 

এস্তোনিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে জার্মানি। মেনজের কোফেস অ্যারেনায় মঙ্গলবার রাতে এস্তোনিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জোয়াকিম লোর শিষ্যরা।  

আগের ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে জয়ের কক্ষপথে ফিরেছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ইতালি।

অ্যান্ডোরার মাঠে প্রথমার্ধে তিন গোল করা ফ্রান্স জিতেছে ৪-০ গোলে। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গত শনিবার তুরস্কের মাঠে ২-০ গোলে হেরে যায়।
 
বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ঘরের মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়া ইতালি ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধের দুই গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফিনল্যান্ডকে হারিয়ে বাছাই শুরু করা চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে লিচেনস্টাইনকে ৬-০ গোলে হারিয়েছিল। আর গত রাউন্ডে গ্রিসের মাঠে ৩-০ গোলে জিতেছিল তারা।

অন্যদিকে টানা চতুর্থ জয় পেয়েছে বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা। রেড ডেভিলদের হয়ে লুকাকুর পাশাপাশি গোল পেয়েছেন কেভিন ডি ব্রুইনও। 

এমএইচএস