• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ১০:০৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ১০:০৩ এএম

হতাশা ঝরে পড়ল মাশরাফির কণ্ঠে 

হতাশা ঝরে পড়ল মাশরাফির কণ্ঠে 

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় রীতিমতই হতাশ টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সারাদিন ধরে চলা অঝোর বৃষ্টির কারণে শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ফলে ৪ ম্যাচে ১টি জয়, ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩ পয়েন্ট সংগ্রহে রাখলো টাইগাররা। পয়েন্ট টেবিলেও স্টিভ রোডসের শিষ্যরা খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই। 

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টাইগার বাহিনীর জয়ের ভালো সম্ভাবনা দেখছিলেন সবাই। কিন্তু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) দ্বাদশ বিশ্বকাপের ১৬তম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

এজন্য টাইগার অধিনায়ক মাশরাফীর কণ্ঠেও তাই ঝরে পড়ল হতাশা , ‘মাঠে আসার পর খেলতে না পারা সব দলের জন্যই হতাশাজনক। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম। ইংল্যান্ড ম্যাচে সুযোগ হয়নি। তবে আজকের দিনটা ছিল হতাশাজনক।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৭ জুন। টন্টনের ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবতে পারছেন না মাশরাফি, ‘টন্টন, খুব ছোট মাঠ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। আমাদের ভালো খেলার ও জয়ের কোনো বিকল্প নেই।’

উরুর ইনজুরিতে গতকাল বাংলাদেশ দলের সেরা পারফর্মার অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে না গড়ানোয় এক সেই শঙ্কা বাস্তবে রূপ নিতে সুযোগ পায়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সাকিব সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদি মাশরাফি, ‘আমি মনে করি, সাকিব সুস্থ হয়ে উঠবে। সেরে উঠার জন্য এখনও হাতে চার-পাঁচদিন আছে।’ 

এমএইচএস