• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৪:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ০৪:৩৩ পিএম

কলম্বিয়া কোপা না জিতলে চুল কেটে ফেলবেন হিগুইতা!  

কলম্বিয়া কোপা না জিতলে চুল কেটে ফেলবেন হিগুইতা!  

খেলোয়াড়ি জীবনে নিজের চুল আর অদ্ভুত গোলকিপিংয়ের কারণে চিরস্মরণীয় হয়ে থাকবেন সাবেক কলম্বিয়ান গোলরক্ষক রেনে হিগুইতা। এই ৫২ বছর বয়সে এসেও চুলের কারণে হাজারো সাবেক ফুটবল গ্রেটদের ভিড়ে তাকে আলাদা করা যায় বেশ ভালোভাবে। 

তবে এবার গোলকিপিং কিংবা চুলের কারণে নয়, দুঃসাহসী এক মন্তব্য করে আলোচনায় আসলেন হিগুইতা। কলম্বিয়া কোপা আমেরিকার শিরোপা না জিতলে নিজের বিখ্যাত চুল কেটে ফেলবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। 

ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় নিজ দেশের শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী হিগুইতা। তিনি বলেন, 'কলম্বিয়া যদি চ্যাম্পিয়ন না হতে পারে আমি আমার চুল কেটে ফেলব। কলম্বিয়া বেশ ভালো ফুটবল খেলছে। কোচ কার্লোস কুইরোজের সাহসিকতার ওপর আমাদের ভরসা রাখতে হবে।' 

এবারের কোপা আমেরিকায় গ্রুপ বি'তে খেলবে কলম্বিয়া। সেখানে কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও কাতার। 

এমএইচএস