• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৬:০২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ০৬:১০ পিএম

কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পেয়েই গেলেন ওয়ার্নার! 

কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পেয়েই গেলেন ওয়ার্নার! 

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে এসে অবশেষে সেঞ্চুরি তুলে নিলেন বিধ্বংসী অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০২ বলে ক্যারিয়ারের পনেরতম সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার। সেঞ্চুরি তোলার পথে ওয়ার্নার বাউন্ডারি মেরেছেন ১০টি, ছক্কা ১টি। 

ভারতের বিপক্ষে আগের ম্যাচে ফিফটি পেয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ৮৪ বলে ৫৬ রান কি ওয়ার্নারের নামের পাশে শোভা পায়? আজীবন বিধ্বংসী রূপে ভক্তরা দেখেছেন ওয়ার্নারকে, আর সেই তিনিই কিনা এই বিশ্বকাপে দুইটি ফিফটি পেতে খেলেছেন ৭৪ ও ৭৭ বল! 

তবে ৯৯.০২ স্ট্রাইক রেটের এই সেঞ্চুরির মাধ্যমে স্বরূপে ফিরলেন বল টেম্পারিংয়ের দায়ে এক বছর অস্ট্রেলিয়া দলের বাইরে থেকে ফেরা এই ব্যাটসম্যান। 

এই মুহূর্তে শন মার্শকে নিয়ে ক্রিজে অপরাজিত আছেন ওয়ার্নার। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৩৫ রান। 

এমএইচএস