• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১২, ২০১৯, ০৮:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০১৯, ০৯:২৮ পিএম

আশা জাগিয়েও ফিরে গেলেন বাবর 

আশা জাগিয়েও ফিরে গেলেন বাবর 

টন্টনে অস্ট্রেলিয়ার দেয়া ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান। ওপেনার ফখর জামান শূন্য (০) রানেই সাজঘরে ফেরার পর উইকেটে সেট হয়ে বাবর আজম আউট হয়েছেন ৩০ রান করে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৬রান। উইকেটে রয়েছেন ইমাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ।   

পাকিস্তান তাদের প্রথম উইকেট হারায় দলীয় ২ রানে। প্যাট কামিন্সের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বল ফখরের ব্যাটের কানা ছুঁলে থার্ড ম্যান অঞ্চলে থাকা কেন রিচার্ডসন তা লুফে নেন। 

এরপর উইকেটে এসে ইমাম-উল-হককে নিয়ে এগোতে থাকেন বাবর আজম। বেশ দারুণ কিছু শটও আসে তার ব্যাট থেকে। তবে নাথান কুল্টার-নাইলের শর্ট বলে পুল করতে যেয়ে ফাইন লেগে দাঁড়িয়ে থাকা রিচার্ডসনের দ্বিতীয় ক্যাচে পরিণত হন তিনি। 

এসএইচএস