• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০৯:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০৯:৩৬ পিএম

অস্ট্রেলিয়া-ভারতের পেসারদের বিপক্ষে করণীয় জানালেন লিটন

অস্ট্রেলিয়া-ভারতের পেসারদের বিপক্ষে করণীয় জানালেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এবং ৬৯ বলে ৮ চার ও ৪ ছক্কার মারে ৯৪ রানের আগ্রাসী ইনিংস খেলে দারুণ জয়ে অসামান্য ভূমিকা রেখেছেন লিটন দাস। ওপেনিং ব্যাটসম্যান হয়েও দলের স্বার্থে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নিজের জাত চিনিয়ে ছেড়েছেন।

এই দারুণ জয়ে আবারো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আসার সঞ্চার সৃষ্টি করেছে বাংলাদেশ দল। অন্যান্য খেলোয়াড়দের মতো সেই বিশ্বাস মন থেকেই করছেন লিটন দাস। তবে শেষ চারে যেতে হলে কী করণীয়, তাও জানিয়ে দিলেন এই টাইগার ক্রিকেটার।

তিনি বলেন, গ্যাব্রিয়েল-থমাসদের বিপক্ষে যেভাবে নিয়ন্ত্রিত ব্যাটিং করেছি; ভারত-অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে আমরা সেভাবে খেলতে চাই। অজি পেসাররাও শর্ট বল করতে পারে। ভারতীয় ফাস্ট বোলারাও একই কাজ করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আমরা যেভাবে নিয়ন্ত্রণ করলাম, ওইভাবেই তাদেরকে করতে হবে।

প্রসঙ্গত, আগামী ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে টাইগারদের জয় পাওয়া এখন খুবই প্রয়োজন। 

আরআইএস