• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৮:৩৮ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৮:৫৪ এএম

সাকিবের অভিনন্দনে সিক্ত তীরন্দাজ সানা ও জাতীয় ফুটবল দল

সাকিবের অভিনন্দনে সিক্ত তীরন্দাজ সানা ও জাতীয় ফুটবল দল

বিশ্ব ক্রিকেটাঙ্গণে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন অলরাউন্ডার হিসেবে পরিচয় প্রতিষ্ঠার পাশাপাশি ব্যক্তি হিসেবেও নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটদলের 'দ্য নিউক্লিয়াস' খ্যাত, সাকিব আল হাসান। চলমান ক্রিকেট বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশের এই তারকা ক্রিকেটার জানান দিলেন, বিশ্ব ক্রীড়াঙ্গণের যেখানেই বাংলাদেশ, সেখানেই তার চোখ।

মঙ্গলবার (১৭ জুন) সাকিবের ভ্যারিফাইড ফেইসবুক ফ্যান পেজে প্রকাশিত দুটি আলাদা পোস্টের বরাতে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিশ্বমঞ্চে অর্জিত সাফল্যের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও দেশ সেরা তীরন্দাজ রোমান সানাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব সেরা এ অলরাউন্দার। আর এতে শুধু নিজের স্পোর্টসম্যানশীপ নয়, একই সাথে বুকে লালন করা দেশপ্রেমবোধেরও জানান দিলেন 'সুপার ৭৫'।

বৈশ্বিক ক্রীড়াঙ্গনে এ মুহূর্তে যেন ভরা জোয়ার চলছে লাল-সবুজের। একদিকে ক্রিকেট বিশ্বকাপে টাইগারদের দাপুটে উথান, অপরদিকে দীর্ঘ সময় পরে বিশ্ব ফুটবলাঙ্গণে গা-ঝাড়া দিয়ে জেগে ওঠা লাল-সবুজের সেনাদের বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে পদার্পণ। আর বিশ্বকাপ আর্চারিতে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী রোমান সানার তূণ থেকে ছোঁড়া তাম্র-তীরে চড়ে বাংলাদেশের সরাসরি টোকিও অলিম্পিকে খেলার লক্ষ্য অর্জন! 

শুধু তাই নয়, বিশ্বকাপ আর্চারির ব্রোঞ্জপদক জয়ী সানার হাত ধরে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পদক অর্জনের গৌরব। সর্বক্ষেত্রেই বাংলাদেশের জয় জয়কার। বিশ্বমঞ্চে ব্যাটে-বলে অপ্রতিরোধ্য সাকিব দলের সাফল্যে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একের পর এক রেকর্ড ছোয়ার সাথে সাথে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন এক নম্বরে। পাশাপাশি দেশের সম্ভাবনাময় ক্রীড়া ইভেন্টে নিবেদিত লাল-সবুজের সেনাদের সাফল্যে যুগিয়ে যাচ্ছেন অনুপ্রেরণা।

সন্দেহাতীত ভাবেই বলা যায়, ব্যাটে, বলে, ব্যক্তিত্বে- এক অদ্বিতীয় স্পোর্টসম্যান সাকিব আল হাসান, নিজেকে তারকাদের তারকা হিসেবে প্রমাণ করলেন। বুঝিয়ে দিলেন, কেন তিনি সেরাদের সেরা।

এমএইচএস