• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৩:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৩:১১ পিএম

বিশ্বকাপে আবার বৃষ্টির হানা

বিশ্বকাপে আবার বৃষ্টির হানা

এজবাস্টনে বিশ্বকাপের ২৫তম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। বিকেল ৩টায় টস হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। অনুষ্ঠিত হয়নি টস পর্বও। 

বেশ কয়েকদিন ধরেই বার্মিংহ্যামে একটানা বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আউটফিল্ড এখনো খেলার উপযোগী নয়। বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় মাঠ পরিদর্শনে নামবে ম্যাচ অফিশিয়ালরা। 

গাজী টিভি, মাছরাঙা টিভি, বাংলাদেশ টেলিভিশন ও ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। 

প্রোটিয়া দলে আজ ফিরতে পারেন ইনজুরির কারণে টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকা পেসার লুঙ্গি এনগিদি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে দক্ষিণ আফ্রিকার। 

এমএইচএস