• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৫:৩০ পিএম

ইংল্যান্ডে কী করছেন ইনজামাম, প্রশ্ন ইন্তাখাবের

ইংল্যান্ডে কী করছেন ইনজামাম, প্রশ্ন ইন্তাখাবের

সময়টা বড্ড বাজে কাটছে পাকিস্তানের। দলের একের পর এক হারে অতিষ্ঠ সমর্থকরা। সেই সঙ্গে মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে দলের ক্রিকেটারদের অপেশাদার আচরণ। 

সে কারণে খেলোয়াড়দের সমালোচনা, মুণ্ডুপাত তো হচ্ছেই; এবার তোপের মুখে পড়লেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকও। পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইন্তাখাব আলম প্রশ্ন ছুঁড়েছেন , ইংল্যান্ডে দলের সঙ্গে সে কী করছেন? 

আজ বুধবার (১৯ জুন) পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনকে ইন্তাখাব বলেন, ‘একবার নির্বাচকরা যখন দল ঘোষণা করে দেন, তারপর দলের সদস্যদের নিয়ে বাকি কাজ অধিনায়ক ও কোচের। সফরে কী হবে তারাই সিদ্ধান্ত নেবেন। সুতরাং, ইনজামামের ভূমিকা সেখানে কী? আর পিসিবি-ই বা কেন তাকে নিজেদের টাকায় অফিসিয়ালভাবে ইংল্যান্ডে রেখেছে?’  

বিশ্বকাপে সরফরাজের নেতৃত্ব দলের বাজে পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলা ইন্তেখাব। টিম ম্যানেজমেন্টের মধ্যে পরিকল্পনার অভাব আছে বলেও মনে করেন তিনি, ‘দেখে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট তাদের নেয়া পরিকল্পনায় সম্পূর্ণ ব্যর্থ। প্রত্যেক দলের বিপক্ষে তাদের শক্ত রণকৌশল সাজানো উচিত। মেগা ইভেন্টে কোন উইকেট কেমন আচরণ করবে সেই সম্পর্কে ধারনা রাখা উচিত। প্রতিপক্ষের শক্তিমত্তা আর দুর্বলতা এবং কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেয়া দরকার। দুঃখজনক হলেও সত্য, এগুলোর কোনো কিছু দেখা যাচ্ছে না।’ 

পাকিস্তানি ক্রিকেটারদের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন রেখেছেন ইন্তেখাব। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে জাতীয় দলের ক্রিকেটারদের সিসা বারে যাওয়ার ঘটনায় মর্মাহত তিনি। সেই সঙ্গে ক্ষুদ্ধও তিনি, ‘জাতীয় দলের হয়ে খেলোয়াড়রা যখন খেলবে তখন আইন-কানুন বেশ শক্তভাবে অনুসরণ করা উচিত। পিসিবি জানিয়েছে, ঘটনাটি ভারত ম্যাচের দু'দিন আগের। কিন্তু কেউ তো নিশ্চিতভাবে জানাতে পারেনি তারা নির্ধারিত সময়ের বাইরেও টিম হোটেলের বাইরে ছিলেন কি-না! বোর্ডের উচিত এই ঘটনায়, তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেয়া।’ 

এসএইচএস 

আরও পড়ুন