• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৬:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৬:১২ পিএম

ডি ককের পর বোল্ড হয়ে ফিরলেন ডু প্লেসিসও 

ডি ককের পর বোল্ড হয়ে ফিরলেন ডু প্লেসিসও 

টসে হেরে ব্যাট করতে নেমে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড পেসারদের দারুণ বোলিংয়ের সামনে স্কোরবোর্ডে ৫৯ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে তারা। সাজঘরে ফিরেছেন ওপেনার কুইন্টন ডি কক এবং দলীয় অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৪ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫৯ রান। উইকেটে রয়েছেন হাশিম আমলা ও এইডেন মারক্রাম। 

মেঘাচ্ছন্ন আকাশের নিচে ব্যাটিং করতে নেমে দলীয় মাত্র ৯ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট বোল্টের গতি বুঝে উঠতে না পারায় বোল্ড হন কুইন্টন ডি কক। 

দ্রুত উইকেট হারিয়ে ফেলায় হাশিম আমলা ও ডু প্লেসিস প্রথমে বেশ দেখে-শুনে ব্যাটিং করতে থাকেন। বড় জুটি গড়ার পথেই ছিলেন তারা। কিন্তু ১৩তম ওভারের শেষ বলে প্রোটিয়া শিবিরে লোকি ফারগুসন আঘাত হানলে ভাঙে আমলা-ডু প্লেসিসের ৫০ রানের জুটি।  ২৩ রান করে বোল্ড হয়ে ফিরে যান ডু প্লেসিস।  

এসএইচএস