• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৭:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৭:২৮ পিএম

বৃষ্টির কারণে খেলা বন্ধ, রানের পাহাড়ে অজিরা

বৃষ্টির কারণে খেলা বন্ধ, রানের পাহাড়ে অজিরা

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার গড়া রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৪৯তম ওভারে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত অজিদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৮ রান। 

অজিদের পক্ষে সর্বোচ্চ ১৬৬ রানের ইনিংস খেলেছেন বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে নেমে উসমান খাজা খেলেছেন ৭২ বলে ৮৯ রানের ইনিংস। 

শুনতে হয়তো অবাক লাগতে পারে, তবে আজ বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন সৌম্য সরকার! ৮ ওভার বল করে 'মাত্র' ৫৮ রান দিয়ে অস্ট্রেলিয়ান টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছেন সৌম্য।  ওয়ার্নার, খাজা, ফিঞ্চ এই তিন জনকেই ফিরিয়েছেন সৌম্য। 

অন্যদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে ৬ এর নিচে ইকোনমি রাখতে পেরেছেন শুধু মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার বল করে ৫৯ রান দিয়েছেন তিনি। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রুবেল ৯ ওভারে কোনো উইকেট ছাড়া খরচ করেছেন ৮৩ রান! সাকিব আল হাসানকেও অবলীলায় খেলেছে অজি ব্যাটসম্যানরা। ৬ ওভারে তার খরচা ৫০ রান। 

সৌম্যর তিনটি বাদে বাংলাদেশের পক্ষে বাকি উইকেটটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৮ ওভারে ৫৬ রান খরচা করে স্টিভেন স্মিথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন কাটার মাস্টার। ১০ বলে ৩২ রান করে রুবেল হোসেনের ডিরেক্ট থ্রুতে রান আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। 

এমএইচএস