• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৬:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০৬:৪৫ পিএম

মুশফিকের অর্ধশতকে এগিয়ে চলছে বাংলাদেশ 

মুশফিকের অর্ধশতকে এগিয়ে চলছে বাংলাদেশ 
ওয়ানডে ক্যারিয়ারে ৩৪তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক

সাউদাম্পটনের রোজ বোলে বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেটে ২০০ রান। এই মুহূর্তে ৬৪ রান নিয়ে মুশফিকুর রহিম ও ২২ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

ওয়ানডে ক্যারিয়ারে এটি মুশফিকের ৩৪তম ফিফটি। ৩৭তম ওভারে ডাউন দ্য উইকেটে এসে দৌলত জাদরানকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন মুশফিক। বাংলাদেশের জার্সিতে মুশফিকের এখন মোট ছয়ের সংখ্যা ৮১টি। আরেকটি ছক্কা মারলেই ওয়ানডেতে তামিম ইকবালের সাথে যৌথভাবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ছয়ের মালিক হবেন তিনি।  

এর আগে ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম ফিফটি তুলে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে বিদায় নিয়েছেন সাকিব আল হাসান। প্যাভিলিয়নে ফেরার আগে ৬৯ বলে ১ বাউন্ডারিতে ৫১ রান করেছেন সাকিব। ৪৭৬ রান  নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাকিব। সাকিবের পর সৌম্য সরকারও ব্যক্তিগত ৩ রানে বিদায় নিয়েছেন মুজিবের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে। 

১৭তম ওভারে ব্যক্তিগত ৩৬ রানে মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফিরেছেন তামিম ইকবাল। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন গড়তে আজ তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারের পরিবর্তে লিটন দাসকে দিয়ে ইনিংসের উদ্বোধন করিয়েছিলেন টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে ব্যক্তিগত ১৬ রানে থার্ড আম্পায়ারের বিতর্কিত এক সিদ্ধান্তে বিদায় নিতে হয়েছে লিটন দাসকে। 

এমএইচএস