• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৪:০৫ পিএম

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

এজবাস্টনে ক্রিকেট বিশ্বকাপের ৩৩তম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা ১ ঘণ্টা পিছিয়ে সাড়ে ৪টায় শুরু হতে যাচ্ছে। 

বিকেল চারটায় অনুষ্ঠিত হওয়া টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। 

নিউজিল্যান্ড একাদশ: কলিন মুনরো, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, জেমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। 
পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল,  সরফরাজ আহমেদ (অধিনায়ক/উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদি।

বিশ্বকাপের সেমির লড়াইয়ে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে। অন্যদিকে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থাকা নিউজিল্যান্ডাররা আজকের ম্যাচে জয় পেলে চলে যাবে সেমিফাইনালে। 

এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে একটিতেও হারেনি কিউইরা। ৫ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে মোট ১১ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে তারা। তাই পাকিস্তানের পক্ষে আজকের ম্যাচটা বেশ কঠিনই হতে যাচ্ছে বলা যায়। 

এমএইচএস