• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৬:১৩ পিএম

একবাক্যে সাকিবকে সেরা মানছেন সাবেক সব গ্রেট !

একবাক্যে সাকিবকে সেরা মানছেন সাবেক সব গ্রেট !

এবারের বিশ্বকাপে ৬ ম্যাচে মাঠে নেমে এরই মধ্যে সব আলো কেড়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৭৬ রান ও ১০ উইকেট নিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে অন্য সব দলের সব ক্রিকেটারকে পেছনে ফেলেছেন সাকিব। বিশ্বজুড়ে তাই এখন শুধু চলছে সাকিব-বন্দনা। 

একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন সাকিব। যুবরাজ সিংয়ের পর একমাত্র অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের একই ম্যাচে ফিফটি ও ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত বাংলাদেশের জেতা ৩ ম্যাচের ৩টিতেই ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফিটাও উঠেছে সাকিবের হাতে। আর তাতে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হবার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি। 

পাশাপাশি এবারের বিশ্বকাপে ১ হাজার রান ও ৩০ উইকেটের মাইলফলকটাও ছুঁয়েছেন সাকিব, তার আগে ইতিহাসের অন্য কোনো ক্রিকেটার এই কীর্তি গড়তে পারেননি। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি তো ইতোমধ্যেই সাকিবকে কিংবদন্তি বলে ঘোষণা দিয়েছেন। 

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর ক্রিকেবাজের ম্যাচ বিশ্লেষণে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইক হাসি বলেছেন, 'এই মুহূর্তে সাকিবই বিশ্বের সেরা খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নেই। সাকিবের আলোয় ঝলসে গেল আফগানিস্তান।' 

এদিকে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সাথে সাকিবের তুলনা টেনে সাবেক ভারতীয় পেসার জহির খান বলেছেন, '২০১১ বিশ্বকাপে প্রতি ম্যাচেই ব্যাটে-বলে অবদান ছিল যুবরাজের। এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ঠিক সেই কাজটাই করছে সাকিব। প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে সে।' 

কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ সাকিবকে নিয়ে বলেছেন,  ‘কি দারুণ একজন রোল মডেল সে! সাকিব যেভাবে কাজ করে, সেটা আমি ভালোবাসি, এত পাওয়ার পরও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার।’

আইপিএলে সাকিবের সাবেক দল কোলকাতা নাইট রাইডার্সের সতীর্থ মনোজ তিওয়ারি সাকিবকে আখ্যা দিয়েছেন বাংলাদেশের 'স্তম্ভ' বলে। 

অন্যদিকে সাকিব আল হাসানকে নিয়ে তার বর্তমান আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি টুইট করেছেন, 'হয়তো চোখ এড়িয়ে যাচ্ছে, তবে খেলাটির সেরা অলরাউন্ডার সাকিবই। পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না।' 

এমএইচএস