• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০৯:১০ পিএম

ইনিংসের শুরুতেই ফিরে গেলেন ফখর 

ইনিংসের শুরুতেই ফিরে গেলেন ফখর 

এজবাস্টনে ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেটে ২৪ রান। 

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলে টপ এজ হয়ে মার্টিন গাপটিলের হাতে ধরা পড়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। প্যাভিলিয়নে ফেরার আগে ফখর করতে পেরেছেন মাত্র ৯ রান।  

জয়ের জন্য পাকিস্তানের এখনো দরকার ২১৮ রান। ১৫ রান নিয়ে ইমাম উল হক ও ০ রানে বাবর আজম ক্রিজে আছেন।

বিশ্বকাপের সেমির লড়াইয়ে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে। অন্যদিকে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থাকা নিউজিল্যান্ডাররা আজকের ম্যাচে জয় পেলে চলে যাবে সেমিফাইনালে। 

এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে একটিতেও হারেনি কিউইরা। ৫ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে মোট ১১ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে তারা।  

এমএইচএস