• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ১০:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ১০:০৪ পিএম

ওপেনারদের হারিয়ে এগোচ্ছে পাকিস্তান 

ওপেনারদের হারিয়ে এগোচ্ছে পাকিস্তান 

এজবাস্টনে ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৬ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান।  

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলে টপ এজ হয়ে মার্টিন গাপটিলের হাতে ধরা পড়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। প্যাভিলিয়নে ফেরার আগে ফখর করতে পেরেছেন মাত্র ৯ রান।  

এরপর ৪৪ রানে দলীয় লোকি ফারগুসনের বলে মার্টিন গাপটিলের আরও একটি দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় অপর পাকিস্তানি ওপেনার ইমাম উল হককে। ২৯ বলে ১৯ রান করে আউট হন ইমাম। জয়ের জন্য পাকিস্তানের এখনো প্রয়োজন ১৭২ রান। হাতে আছে ৩৪টি ওভার। এই মুহূর্তে ক্রিজে আছেন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। 

বিশ্বকাপের সেমির লড়াইয়ে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে। অন্যদিকে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থাকা নিউজিল্যান্ডাররা আজকের ম্যাচে জয় পেলে চলে যাবে সেমিফাইনালে। 

এখন পর্যন্ত টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে একটিতেও হারেনি কিউইরা। ৫ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে মোট ১১ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে তারা।  

এমএইচএস