• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩, ২০১৯, ০৯:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩, ২০১৯, ০৯:২২ পিএম

দুর্ভাগ্যের কবলে পড়ে শঙ্কায় কিউইরা 

দুর্ভাগ্যের কবলে পড়ে শঙ্কায় কিউইরা 

ডারহ্যামের চেস্টার লী স্ট্রিটে বিশ্বকাপের ৪১তম ম্যাচে ইংল্যান্ডের দেয়া ৩০৬ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। দ্রুত টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে পরাজয়ের শঙ্কায় ভুগছে কিউইরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২১ ওভার শেষে ৪ উইকেটে ৯৭ রান। শুরুতে দুই ওপেনারের পর এবার কিউই ব্যাটিংয়ের দুই স্তম্ভ কেন উইলিয়ামসন ও রস টেইলরও ফিরে গেছেন প্যাভিলিয়নে। 

ব্যক্তিগত ২৭ রানে নন-স্ট্রাইক প্রান্তে দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়েছেন উইলিয়ামসন। রস টেইলরের সোজা ব্যাটে খেলা শটটি এসে বোলার মার্ক উডের আঙুলে ছোঁয়া দিয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেয়। উইলিয়ামসন তখন ক্রিজের বাইরে থাকায় রান আউট হয়ে ফিরে যেতে হয়। 

উডের হাতে পরশ বুলিয়ে বল ভেঙে দিল নন-স্ট্রাইক প্রান্তে থাকা উইলিয়ামসনের স্ট্যাম্প 

এরপর রান আউটে কাঁটা পড়ে ফিরতে হয়েছে রস টেইলরকেও। টুর্নামেন্টের শুরু থেকেই ভাগ্যকে পাশে পাওয়া কিউইরা এখন দেখছে মুদ্রার উল্টো পিঠ। 

এমএইচএস 

আরও পড়ুন