• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ১০:৫৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ১১:০০ এএম

ফেদেরার-নাদাল লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা

ফেদেরার-নাদাল লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা
২০০৮ সালের পর এবারই প্রথম উইম্বলডনের সেন্টার কোর্টের লড়াইয়ে নামছেন ফেদেরার-নাদাল

আগামীকাল শুক্রবার (১২ জুলাই) উইম্বলডন ওপেনের পুরুষ এককের সেমিফাইনালে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অপর সেমিতে নোভাক জোকোভিচের প্রতিপক্ষে রবার্তো বাতিস্তা আগুত। 

বুধবার (১০ জুলাই) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অষ্টম বাছাই জাপানি তারকা কেই নিশিকোরিকে ৩-১ সেটে হারিয়েছেন ফেদেরার। উইম্বলডনের পুরুষ এককের মঞ্চে এটি ছিল ফেদেরারের শততম জয়। প্রথম সেটে নিশিকোরির বিপক্ষে ৪-৬ গেমে হারলেও পরের সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। টানা তিন সেট জিতে জায়গা করে নেন সেমিফাইনালে। 

অন্যদিকে আমেরিকান স্যাম কুয়েরিকে ৩-০ সেটে কোয়ার্টার ফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছেন নাদাল। ২০০৮ সালের ফাইনালের পর আর উইম্বলডনে আর দেখা যায়নি নাদাল-ফেদেরার দ্বৈরথ। সেই ফাইনালে জয় পাওয়া নাদাল তাই আগামীকালের সেমিফাইনাল নিয়ে বেশ উচ্ছ্বসিত। 

এদিকে দীর্ঘদিন পর টেনিস কোর্টে ফেরা ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে তার আমেরিকান সঙ্গী সেরেনা উইলিয়ামসকে নিয়ে হেরে গেছেন মিশ্র দ্বৈতের কোয়ার্টারে। শেষ ষোলর লড়াইয়ে তারা হেরেছেন নিকোল মেলিশার ও ব্রুনো সোয়ারস জুটির কাছে। 

মিশ্র দ্বৈতে পরাজয়ের ধুলো ঝেড়ে ফেলে আজ নারী এককের সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ত্রিকোভার মোকাবিলা করবেন সেরেনা। অন্য সেমিতে সিমোনা হালেপের প্রতিপক্ষ এলিনা ভিতোলিনা। ম্যাচ দুটি শুরু হবে যথাক্রমে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ ও সন্ধ্যা ৬টায়। 

এমএইচএস 

আরও পড়ুন