• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ১১:৫৪ এএম

নারীঘটিত কারণে আফতাব আলম নিষিদ্ধ 

নারীঘটিত কারণে আফতাব আলম নিষিদ্ধ 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট পেয়েছিলেন আফতাব আলম। ফটো : গেটি

শৃঙ্খলাভঙ্গজনিত কারণ দেখিয়ে আফগানিস্তানের পেসার আফতাব আলমকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল। শেষ দুই ম্যাচের জন্য তার পরিবর্তে বাঁ হাতি মিডিয়াম পেসার সাইয়াদ আহমাদ শিরজাদকে নেয়া হয়েছিল।

তবে আফতাব আলমের জন্য যে আরও বড় শাস্তি অপেক্ষা করছিল, তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লি কমিটি তাকে আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। 

সাউদাম্পটনে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে খেলেছিলেন আফতাব আলম। সেখানেই তিনি টিম হোটেলে এক নারীর সঙ্গে অসদাচরণ করেন। যার ফলে তার বিপক্ষে রিপোর্ট করা হয়। তবে ঠিক কী ধরনের অসদাচরণ তিনি এক নারীর সঙ্গে করেছিলেন, সেই বিষয়ে আইসিসি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি। 

তবে ঘটনা যে শুধুমাত্র অসদাচরণেই সীমাবদ্ধ নয়, তা বুঝে নিতে কারোরই কষ্ট হচ্ছে না। শাস্তির মাত্রা দেখেই তা সবার কাছে বোধগম্য হয়েছে। 

আরআইএস 

আরও পড়ুন