• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০১:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ০১:১০ পিএম

আইপিএলের আদলে বিশ্বকাপের ফরম্যাট চান গাঙ্গুলী 

আইপিএলের আদলে বিশ্বকাপের ফরম্যাট চান গাঙ্গুলী 
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না সৌরভ

ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল থেকে হট ফেবারিট ভারতের বিদায় একেবারেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে একটি দল একদিনের বাজে পারফরম্যান্সের কারণে এভাবে বাদ পড়তে পারে না বলে মনে করেন তিনি। সে কারণেই বিশ্বকাপে আইপিএলের মতো কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ব্যবস্থা রাখা দরকার বলে মনে করেন প্রিন্স অফ ক্যালকাটা। 

আইপিএলে লীগ পর্বের সেরা দুটি দল সেমিফাইনাল পর্বে বিশেষ সুবিধা ভোগ করে থাকে। পয়েন্ট তালিকার ১ ও ২ নম্বর দলের মধ্যে প্রথমে আয়োজিত হয় প্রথম কোয়ালিফায়ার। সেখানে যে দল হেরে যায় তাদের টুর্নামেন্ট সেখানেই শেষ হয় না। তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে খেলা এলিমিনেটরে যে দল জয় লাভ করে, তাদের বিপক্ষে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। ৩ ও ৪ নম্বর দলের জন্য ফাইনালে যাওয়া তাই হয়ে পড়ে অনেক কঠিন। 

বিশ্বকাপেও এই প্রক্রিয়া অবলম্বন করা উচিৎ বলে মনে করেন গাঙ্গুলী। তিনি বলেন,‘এটা নিয়ে কিছু চিন্তাভাবনা করা দরকার। আইপিএলের প্রক্রিয়া আমার বেশ পছন্দ। পয়েন্ট তালিকায় প্রথম দুই দলের সামনে দুটি করে সুযোগ থাকে। একটা বাজে দিনের কারণে এভাবে পুরো টুর্নামেন্টে ভালো খেলা একটি দলকে বিদায় করে দেয় না।’

বিশ্বকাপ থেকে নিজের দেশ বাদ যাওয়ায় ক্রীড়া প্রতিযোগিতার চিরাচরিত নিয়মই কি পাল্টাতে চাইলেন গাঙ্গুলী। ফুটবলেও তো দেখা যায়, এক গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া দল পরের রাউন্ডে অন্য গ্রুপের দ্বিতীয় হওয়া দলের বিপক্ষে খেলে থাকে। ক্রিকেটেও আজীবন এমনই হয়ে আসছে। রাউন্ড রবিন লীগের খেলা হলেও প্রথম স্থানে থাকার পুরস্কার হিসেবে চতুর্থ স্থানে থাকা টুর্নামেন্টে তুলনামূলক খারাপ পারফরম্যান্স করা দলটাকেই তো পেয়েছিল তারা। ম্যাচ না জেতায় চিরাচরিত এই সমীকরণ পাল্টিয়ে বিশ্বকাপে আইপিএলের আদল তৈরির কথা বলে কিসের ইঙ্গিত দিলেন সৌরভ? 
 
সৌরভ তার বক্তব্যে আরও বলেন, ‘ভারতীয় দল ভালো খেলেছে। পুরো টুর্নামেন্টে ভালো খেলে এক দিনের খারাপ পারফরম্যান্সের কারণে বিদায় নেয়া খুবই দুর্ভাগ্যজনক। সত্যিই ব্যাপারটি চরম হতাশার।’

এছাড়া ভারতীয় দলের চার নম্বর জায়গাটা নিয়েও হতাশা রয়েছে গাঙ্গুলীর। কাউকে এই পজিশনে থিতু না করে কখনো বিজয় শঙ্কর, কখনো লোকেশ রাহুল কিংবা কখনো ঋষভ পন্থকে খেলিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গাঙ্গুলীর মতে, ‘এটা ঠিক করে ফেলা উচিত ছিল আগেই। যার কথাই ভাবি না কেন, তাকে এক বছর ধরে খেলিয়ে তৈরি করা উচিত ছিল বিশ্বকাপের জন্য।’

এমএইচএস