• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ০৪:০৬ পিএম

ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

বার্মিংহ্যামের এজবাস্টনে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ২য় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে অজিরা।  

এইমাত্র ক্রিস ওকসের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে গেছেন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা পিটার হ্যান্ডসকম্ব। ১২ বল খেলে মাত্র ৪ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 

এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই জোফরা আর্চারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ফিঞ্চ। সেই সাথে সেমির মঞ্চে গোল্ডেন ডাকের লজ্জা উপহার নিয়ে ফিরে যান অজি কাপ্তান। এরপর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ফিঞ্চ, বরং একমাত্র সোনার হরিণ রিভিউটিও হাতছাড়া হয়ে গেছে অস্ট্রেলিয়ার। 

পরের ওভারেই ক্রিস ওকসের আঘাতে ব্যক্তিগত ৯ রানে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফিরেছেন টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার। টপ অর্ডারকে হারিয়ে এখন রীতিমত ধুঁকছে অস্ট্রেলিয়া। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ ওভার শেষে ৩ উইকেটে ১৯ রান। অ্যালেক্স ক্যারিকে নিয়ে এই মুহূর্তে ক্রিজে আছেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।  

এমএইচএস    

আরও পড়ুন