• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৩:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৩:২৯ পিএম

বিশ্বকাপের নিয়ম সংস্কার চান নিউজিল্যান্ডের কোচ 

বিশ্বকাপের নিয়ম সংস্কার চান নিউজিল্যান্ডের কোচ 
সুপার ওভারের ‍‍`অদ্ভুত‍‍` নিয়মে হতাশ গ্যারি স্টিড

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ গ্যারি স্টিড আইসিসি বিশ্বকাপের নিয়মের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এই নিয়মকে সংস্কার করার আবেদন জানিয়েছেন। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্ভাগ্যজনক পরাজয়ের পর তিনি বলেন, সুপার ওভার টাইয়ের ব্যাপারে আইসিসির নিয়মটা বেশ 'ফাঁপা'। 

ফাইনালে নির্ধারিত ৫০ ওভারের খেলা টাই হলে সুপার ওভারেও দুই দল সমান ১৫ রান তোলায় শেষ পর্যন্ত বাউন্ডারির হিসেবে এগিয়ে থেকে শিরোপা পায় ইংলিশরা।  

কিউই কোচ স্টিড সাংবাদিকদের বলেন, 'এটা খুবই ফাঁপা একটা অনুভূতি। ১০০ ওভার খেলে প্রতিপক্ষের সমান রান করেও যখন আপনাকে হারতে হয় তখন কিছুই বলার থাকে না। কিন্তু এটাই খেলাটির নিয়ম।' 

ইতোমধ্যেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনালটিকে দেয়া হচ্ছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচের খেতাব। তবে বাউন্ডারির হিসাবে জয়-পরাজয় নির্ধারণের পর কিউই কোচ স্টিড বলেছেন, 'টুর্নামেন্টের অনেক বিষয় নিয়ে আইসিসিকে পুনরায় চিন্তা করতে হবে। আমি নিশ্চিত, যখন তারা এই নিয়ম লিখছিল, তখন তারা চিন্তাও করতে পারেনি যে বিশ্বকাপ ফাইনালে এমন কিছু ঘটতে পারে।' 

স্টিড আরও বলেন, 'আমি নিশ্চিত এই নিয়মগুলোর সংস্কার হবে এবং ফলাফল নির্ধারণের আরও অনেক উপায় রয়েছে যা তারা আবিষ্কার করবে।' 

শেষ ওভারে ওভারথ্রোতে ইংল্যান্ডকে ৫ রানের বদলে ৬ রান দিয়ে দেয়া আম্পায়ারের সমালোচনা না করে স্টিড বলেছেন, 'আমি আসলে ব্যাপারটা জানতাম না। কিন্তু দিন শেষে আম্পায়াররাই খেলা পরিচালনার দায়িত্বে থাকেন। খেলোয়াড়দের মতো তারাও মানুষ। কোনো কোনো সময় ভুল হতেই পারে, সেটা এই খেলাটির মানবিক অংশ।' 

এমএইচএস 


 

আরও পড়ুন