• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ১০:২৫ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ১০:২৫ এএম

ইংলিশদের বিশ্বকাপ জিতিয়ে কোলকাতায় বেইলিস 

ইংলিশদের বিশ্বকাপ জিতিয়ে কোলকাতায় বেইলিস 
দ্বিতীয় মেয়াদে কেকেআরের কোচ হয়ে আসছেন ট্রেভর বেইলিস। ফাইল ছবি

ইংল্যান্ডকে ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতিয়ে রীতিমত 'হিরো' বনে গেছেন থ্রি লায়ন্সদের অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেইলিস। তবে সামনের অ্যাশেজ সিরিজের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি। 

ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়ে বেইলিস এবার ঝুঁকেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের দল কোলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। 

সামনের আইপিএল মৌসুমের কথা মাথায় রেখে দলের কোচিং স্টাফে বড় ধরণের পরিবর্তন আনতে চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন দলটি। পূর্বের কোচ কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস ও সাবেক অজি তারকা সাইমন ক্যাটিচসহ অনেক কোচিং স্টাফই ছাঁটাই হচ্ছেন। 

কেকেআরে ক্যালিসের জায়গা নিতেই আগমন ঘটছে ট্রেভর বেইলিসের। সেই সঙ্গে দলের মেন্টর ও ব্যাটিং উপদেষ্টা হিসেবে আসছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম। 

আগের মেয়াদে ২০১১ থেকে ২০১৪ মৌসুম পর্যন্ত কেকেআরের দায়িত্বে ছিলেন বেইলিস। তার অধীনেই দু'বার আইপিএলের শিরোপা ঘরে তুলেছিল কলকাতা। 

এমএইচএস