• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ১১:৫১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ১১:৫১ এএম

ক্রিকেটকে কোনো ‘খেলা’ হিসেবে মানতে নারাজ রাশিয়া

ক্রিকেটকে কোনো ‘খেলা’ হিসেবে মানতে নারাজ রাশিয়া
রাশিয়ায় ক্রিকেটের অল্পবিস্তর চর্চা ছিল, এখন সেটিও হুমকির মুখে

আনুষ্ঠানিকভাবে জাতীয় ‘রেজিস্ট্রি অফ স্পোর্টস’ থেকে ক্রিকেটকে বাদ দিলো রাশিয়া। বিশ্বর অন্যতম রাজনৈতিক পরাশক্তি এ দেশটির ক্রীড়া মন্ত্রী পাভেল কলোবকোভের স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়ে, ‘খেলা হিসেবে ক্রিকেটের স্বীকৃতি প্রত্যাখ্যান করল রাশিয়া’।  রাশিয়ান সংবাদ মাধ্যম মস্কো টাইমসে এ খবর দেয়া হয়েছে।  

সোমবার (১৫ জুলাই) ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের পরদিনই রাশিয়ায় ক্রিকেটের সবরকম স্বীকৃতি প্রত্যাখ্যান করা হয়। আইস স্টক ও কর্ফবলের মতো অজনপ্রিয় খেলা রাশানদের রেজিস্ট্রি অফ স্পোর্টে জায়গা পেলেও জায়গা হয়নি ক্রিকেটের।

ফুটবলের পর দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে ক্রিকেটকে ধরা হলেও বিশ্বায়নের দিক থেকে খেলাটি একেবারেই পিছিয়ে আছে। চীন ও ইউরোপে ক্রিকেটকে যখন আরও জনপ্রিয় করতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে আইসিসি, তখনই এমন ঘোষণা দিল রাশিয়া।  

এদিকে রাশিয়ান ক্রিকেট বোর্ড এই খবরে আক্ষেপ প্রকাশ করে টুইটারে লিখেছে, ‘খুবই হতাশাজনক পরিস্থিতি। এটিকে ঠিক করার একমাত্র উপায় হলো অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা’।  

এমএইচএস