• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ০৪:৪৭ পিএম

ধোনির বিপক্ষে শেবাগ-গম্ভীর, পাশে দাঁড়ালেন সৌরভ 

ধোনির বিপক্ষে শেবাগ-গম্ভীর, পাশে দাঁড়ালেন সৌরভ 
ফাইল ফটো

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয়ের নাম মহেন্দ্র সিং ধোনির অবসর। তিনি ঠিক কবে অবসর নিচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আদৌ তিনি এখনই অবসরে যাচ্ছেন কিনা তা নিয়েও নিশ্চিত হতে পারছে না কেউ। অতিসত্বর তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধোনির সঙ্গে আলোচনা করতে তাগিদ দিয়েছেন দলের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। 

শেবাগ বলেছেন, ‘ধোনির অবসর নেয়া একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অবশ্যই নির্বাচক কমিটির উচিত তার সঙ্গে কথা বলা। নির্বাচকদের করণীয় তার কাছে পৌঁছানো এবং তাকে জানানো যে, সামনের দিনগুলোতে তাকে আর ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দেখতে চান না তারা।’ 

মহেন্দ্র সিং ধোনি দলের অধিনায়ক থাকাকালীন ভবিষ্যতের কথা ভেবে তরুণ ক্রিকেটারদের তুলে এনেছিলেন। এবার ধোনির ব্যাপারেও একইভাবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন ভারতের আরেক সাবেক ওপেনার গৌতম গম্ভীর, ‘ভবিষ্যতের দিকে তাকানো গুরুত্বপূর্ণ। ধোনি অধিনায়ক থাকতে এ কাজই করেছিল। আবেগী হওয়ার থেকে তাই বাস্তববাদী হওয়া প্রয়োজন। ধোনিকে নিয়ে আবেগ এক পাশে সরিয়ে রেখে বাস্তব সিদ্ধান্ত নেয়ার এটাই সঠিক সময়।’ 

এদিকে শেবাগ-গম্ভীর খোলাখুলি ধোনির অবসরের ব্যাপারে মুখ খুললেও ভিন্ন পথে হেঁটেছেন সৌরভ গাঙ্গুলি। সকলকে তিনি ধোনির অবসর নিয়ে কথা বলার ব্যাপারে করেছেন সতর্ক, ‘ধোনি তার ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছে। সে ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। আর ভারত নতুন কোনো ধোনি তৈরিও করতে পারবে না। ধোনি তার ক্যারিয়ারে যা অর্জন করেছে সেই কারণে হলেও, তার অবসর নিয়ে জনসন্মুখে, মিডিয়া বা নির্বাচক কারো কোনো কথা বলার বিন্দুমাত্র অধিকার নেই।’  

এসএইচএস  

আরও পড়ুন