• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৯:২৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৯:২৩ এএম

বাংলাদেশের বিপক্ষে খেলেই অবসরে যাচ্ছেন মালিঙ্গা

বাংলাদেশের বিপক্ষে খেলেই অবসরে যাচ্ছেন মালিঙ্গা
লাসিথ মালিঙ্গা । ফটো : ক্রিকবাজ

আগামী ২৬ জুলাই কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে চলে যাবেন শ্রীলঙ্কা ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। এর আগে ২০১১ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। 

সোমবার (২২ জুলাই) লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে সংবাদ সম্মেলনে মালিঙ্গার অবসরের বিষয়টি সবাইকে অবহিত করেন। 

তিনি বলেন, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি তিনি (মালিঙ্গা) খেলবেন। তারপরই সে অবসরে চলে যাবে। তিনি বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি জানি না নির্বাচকদের তিনি আসলে কী বলেছেন; কিন্তু আর একটি মাত্র ম্যাচ খেলবে বলেই আমাকে জানিয়েছেন।  

৩৫ বছর বয়সী মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে ২২৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৯.০২ গড়ে ৩৩৫টি উইকেট দখল করেছেন। ওয়ানডেতে লঙ্কান বোলারদের মধ্যে মালিঙ্গার চেয়ে শুধুমাত্র মুত্তিয়া মুরালিধরন (৫২৩) এবং চামিন্দা ভাস (৩৯৯) বেশি উইকেট লাভ করেছেন। 

২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিকসহ চার বলে চার উইকেট নিয়েছিলেন মালিঙ্গা, এমন নজির আন্তর্জাতিক ক্রিকেটে আর একটিও নেই। সদ্য শেষ হওয়া ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে তিনিই সর্বাধিক ১৩ উইকেট লাভ করেছেন।

আরআইএস 
 

আরও পড়ুন