• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ১২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০১৯, ১২:২৪ পিএম

দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতল বাঘিনীরা 

দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতল বাঘিনীরা 
ইমার্জিং উইমেন সিরিজ জয়ের পর ট্রফিসহ এক ফ্রেমে বন্দি বাঘিনীরা। ফটো : ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ইমার্জিং উইমেন সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাঘিনীদের এই জয়ের ফলে তারা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে।

রোববার (২৮ জুলাই) প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা প্রোটিয়া নারীরা বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মোটেও সুবিধা করতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ১৭৬ রান। 

স্বাগতিকদের হয়ে তৃষা চেট্টি করেন সর্বোচ্চ ৬৩ রান। এছাড়া রবিন শার্লি ৩৫ এবং তাজমিন ব্রিটস করেন ২৩ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ৩টি এবং খাদিজাতুল কুবরা নেন ২টি উইকেট।

জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নামা লাল-সবুজের দলকে দারুণ শুরু এনে দেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। ৬ চারে ৩১ রান করে মুর্শিদা রান আউট হলে ৭৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

পরে শারমিন আক্তার এবং নিগার সুলতানার ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি ৩২ বল বাকি থাকতেই বাংলাদেশকে সহজ জয় পেতে সাহায্য করে। শারমিন ১০ চারের মারে ৮৩ রানে অপরাজিত থাকেন। বাঘিনীদের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা ৭ চারের মারে ৪৮ রান করে মাঠ ছাড়েন।

আরআইএস  

আরও পড়ুন