• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ০৩:১০ পিএম

পিসিবির চুক্তি থেকে বাদ হাফিজ-মালিক 

পিসিবির চুক্তি থেকে বাদ হাফিজ-মালিক 
মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক। ফটো : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের দুই সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক ২০১৯-২০ মৌসুমের জন্য পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। 

যদিও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলের স্কোয়াড গঠনে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের অন্তর্ভুক্তিতে কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে।

এ ছাড়াও ক্রিকেটারদের সাথে চুক্তির ক্ষেত্রে ব্যাপক রদবদল এনেছে পিসিবি। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের সংখ্যা এখন ৩৩ থেকে ১৯ জনে নামিয়ে আনা হয়েছে। এ গ্রেড ক্যাটাগরি ক্রিকেটারের সংখ্যা ৫ জন থেকে কমিয়ে ৩ জন করা হয়েছে। সেই তালিকায় এবার আছেন- বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।

এ গ্রেড ক্যাটাগরি থেকে নেমে গেছেন মোহাম্মদ আমের ও আজহার আলী। বি গ্রেড থেকে সি গ্রেডে নেমে গেছেন পাকিস্তানি ওপেনিং ব্যাটসম্যান ফখর জামান। ইমাম উল হক, হারিস সোহেল মোহাম্মদ আব্বাস সি গ্রেড থেকে উপরে উঠে বি গ্রেডে উন্নীত হয়েছেন। তবে আসাদ শফিক আগের মতো বি গ্রেডেই থাকছেন।

আরআইএস 

আরও পড়ুন