• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯, ০১:০৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০১৯, ০১:০৭ পিএম

বার্সা ছাড়লেন কৌতিনহো 

বার্সা ছাড়লেন কৌতিনহো 
বার্সেলোনার জার্সি গায়ে নতুন মৌসুমে খেলতে দেখা যাবে না কৌতিনহোকে- ছবি: টুইটার

লিভারপুলের সঙ্গে একপ্রকার যুদ্ধ করেই ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহো। তবে মাত্র দেড় মৌসুম কাটিতেই ক্লাবটি ছাড়তে যাচ্ছেন তিনি। লোনে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। 

গতকাল (শুক্রবার) লা লিগার উদ্বোধনী ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে ছিলেন না কৌতিনহো। তখনই আঁচ করা যাচ্ছিল বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন তিনি। পরক্ষণেই জানা যায়, একেবারে নয় এক মৌসুমের জন্য ধারে বায়ার্নের হয়ে খেলবেন কৌতিনহো।  

আগামীকাল (রোববার) মিউনিখে চুক্তির জন্য পৌঁছাবেন কৌতিনহো। বার্সা ডিরেক্টর গুইলেরমো আমোর বলেছেন, ‘কৌতিনহো লোনে বায়ার্নে যাচ্ছে। আমরা তাদের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তি নিশ্চিত করেছি।’ এরপর বায়ার্ন কর্তৃপক্ষও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করে। 

ব্লাউগ্রানাদের হয়ে মাত্র দেড় মৌসুম খেলে দুটি লা লিগা এবং একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন কৌতিনহো। কাতালান ক্লাবটির হয়ে ৫২ ম্যাচ খেলে মোট ১৩টি গোল করেছেন তিনি।  

এসএইচএস  
 

আরও পড়ুন