• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৭:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০১৯, ০৭:৪৭ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুতে বেশ খুশি মুমিনুল 

টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুতে বেশ খুশি মুমিনুল 
মুমিনুল হক- ছবি: ক্রিকবাজ

আইসিসির সদ্য চালু করা টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল হক। তার মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের প্রতি আরও বেশি মনোযোগী করে তুলবে টাইগার ক্রিকেটারদের। 

আজ (বৃহস্পতিবার) শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের মুমিনুল বলেছেন, ‘আমার মতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয়ে আমাদের জন্য ভালোই হয়েছে। ব্যক্তিগতভাবে আমার নিজের জন্যও। আমি অনেক খুশি, কারণ সাধারণত আমরা কখনো সেভাবে টেস্ট ক্রিকেটে মন দিতে পারি না।’  

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুসারে, ১৮ মাসে ১৫টি টেস্ট খেলবে বাংলাদেশ। ২০১৫ সালের জানুয়ারির পর থেকে মাত্র ২৬ টেস্ট খেলা দলের জন্য যা সত্যিই অনেক। এরকম সুযোগের সদ্ব্যবহার করতে চান মুমিনুল। তিনি বলেন, ‘যদি আমরা বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পাই, তবে আমরা দল হিসেবে ভালো খেলতে পারবো। সেই সঙ্গে র‍্যাংকিংয়েও উন্নতি করতে পারবো।’  

এতগুলো টেস্ট খেলার ধকল সামলানো নিয়ে বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যানের উত্তর, ‘আপনাকে টেস্ট খেলতে হলে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই শক্ত থাকতে হবে। আর আমি টেস্ট ম্যাচই বেশি খেলি। সুতরাং, এটা আমার জন্য চিন্তার কোনো কারণ নয়।’  

আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের জগতে পা রাখতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে পা রাখার আগে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচকে নিজেদের প্রস্তুত করার জন্য সুবর্ণ সুযোগ মানছেন মুমিনুল। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের বিপক্ষে স্পিন বোলিংয়ের পরীক্ষা দিতে হবে টাইগারদের। আর ভারতও স্পিন বোলিংয়ে বেশ শক্তিশালী। 

এসএইচএস 

   

আরও পড়ুন