• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০৯:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০১৯, ০৯:৫৭ পিএম

শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছে ভারত

শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছে ভারত
ভারতের ত্রাতা হয়ে দেখা দিয়েছেন ওপেনার লোকেশ রাহুল- ছবি: বিসিসিআই

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে ভারত। ক্যারিবীয়ান পেসারদের বোলিং তোপে মাত্র ২৫ রানেই ৩ উইকেট হারিয়েছে তারা। দ্রুতই সাজঘরে ফিরে গেছেন মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি। তারা কেউই ছুঁতে পারেননি দুই অংকের ঘর। 

আজ (বৃহস্পতিবার) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আগুনে বোলিংয়ের পসরা সাজিয়ে বসেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রয়েলরা। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার মায়াঙ্ককে ব্যক্তিগত ৫ রানে আউট করেন রোচ। ক্যাচ বানান উইকেটের পেছনে থাকা শাই হোপের। 

টিম ইন্ডিয়ার দ্বিতীয় উইকেটও তুলে নেন রোচ। এবার এই পেসার ফেরান টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান পুজারাকে। মাত্র ২ রান করা পুজারা ক্যাচ দেন মায়াঙ্কের মতো সেই হোপের হাতেই। 

পুজারার উইকেট তুলে নেয়ার পর কেমার রোচ - ছবি: টুইটার 

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নেমে চাপ সামলাতে পারেননি। মাত্র 9 রান করে তিনিও নিজের উইকেট বিলিয়ে আসেন। গ্যাব্রিয়েলের বলে গালিতে থাকা অভিষিক্ত শাহমারহ ব্রুকসের তালুবন্দি হন তিনি। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, আর কোনো উইকেট হারায়নি। ২৪ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৮ রান। শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছেন ওপেনার লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানে। 

এসএইচএস 

আরও পড়ুন