• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৩:৪৫ পিএম

উ. কোরিয়ায় যাচ্ছেন সানডে চিজোবা 

উ. কোরিয়ায় যাচ্ছেন সানডে চিজোবা 
আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার সানডে চিজোবা। ফটো : সংগৃহীত

এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এপ্রিল টুয়েন্টি ফাইভ ক্লাবের বিপক্ষে খেলার জন্য অবশেষে উত্তর কোরিয়ায় যাওয়ার অনুমতি পেলেন আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার সানডে চিজোবা।  

ভিসা জটিলতার কারণে ভারতে চেন্নাইন ইন এফির বিপক্ষে খেলতে পারেনি গোল মেশিন খ্যাত সানডে। উত্তর কোরিয়াও তাকে ভিসা দিতে চাইছে না বলে জানা গিয়েছিল। যদিও তারা শেষ পর্যন্ত ভিসা দিয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) রাতে দেশ ছাড়বে ঢাকা আবাহনী।   

উত্তর কোরিয়ার ভিসা পাওয়ার পরেও সমস্যা ছিল সানডে চিজোবা সানডে চিজোবার চীনে থাকা নিয়ে। বিষয়টির নিষ্পত্তি হয়ে যাওয়ার পর এই মৌসুমে আবাহনী প্রথমবারের মতো কোনও অ্যাওয়ে ম্যাচ ৪ বিদেশি নিয়ে খেলতে যাচ্ছে।   

এপ্রিল টুয়েন্টি ফাইভের বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করা সানডে গণমাধ্যমকে জানান, অ্যাওয়ে ম্যাচেও তিনি গোল করতে চান। সতীর্থদের সেরাটা দিয়ে ভালো খেলার পরামর্শও তিনি দিয়েছেন।    

আগামী ২৮ আগস্ট পিয়ংইয়ংয়ে দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে উঠতে হলে আবাহনীকে অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করতে হবে।    

আরআইএস 

আরও পড়ুন