• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৫:৩০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৫:৩০ পিএম

পগবার ওপরেই আস্থা ম্যানইউ কোচের 

পগবার ওপরেই আস্থা ম্যানইউ কোচের 
সোলসকায়েরের সঙ্গে পল পগবা- ছবি: টুইটার

গত মঙ্গলবার (১৯ আগস্ট) ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে পল পগবা পেনাল্টি থেকে গোল করতে না পারায় মাসুল দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা পয়েন্ট নষ্ট করে তারা। এরপর থেকেই জোর গুঞ্জন ওঠে পগবাকে হয়ত আর পেনাল্টি নিতে দেখা যাবে না!  

আজ (শনিবার) ম্যানইউ মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। সমালোচনার মধ্যে থাকা পগবাকে নিয়ে ম্যাচের আগে কথা বলতে দেখা গেছে দলটির কোচ ওলে গানার সোলসকায়েরকে। বিদ্রুপকারীদের পাত্তা না দিয়ে সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন, পগবাতেই আস্থা আছে তার। 

সোলসকায়ের বলেন, ‘পেনাল্টি নেয়ার দায়িত্বে পগবা আর র‌্যাশফোর্ডই থাকবে। আমি নিশ্চিত আবার পগবাকে আপনারা পেনাল্টিতে গোল করতে দেখবেন। উলভসের বিরুদ্ধে জিততে না পারায় পেনাল্টি নষ্টের কথা উঠছে। এমন নয় বিষয়টা ফুটবলারদের উপরে ছেড়ে দিয়েছি। পেনাল্টি মারার জন্য দুজনকে বেছে নিয়েছি। যতক্ষণ ওরা আছে, ততক্ষণ ওদের মধ্যে একজনই পেনাল্টি মারবে।’  

পেনাল্টি নষ্ট করায় পগবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী আক্রমণের শিকারও হয়েছেন। যা নিয়ে সোলসার বলেছেন, ‘সমস্যাটা হচ্ছে এরা কারা? আমি জানি, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া সোলসকায়েরও আছে। আর আমরা তো ফুটবলারদের বলতে পারে না যে, সোশ্যাল মিডিয়ায় থেকো না। আমাদের চেষ্টা করতে হবে মানুষকে সচেতন করার। আর পগবা এগুলোতে ভেঙে পড়ার ছেলে নয় বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে সে।’

এসএইচএস 

আরও পড়ুন