• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৯:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৯:৩৯ পিএম

২৬৯ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে ইংল্যান্ড 

২৬৯ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে ইংল্যান্ড 
ইংল্যান্ডকে লড়াইয়ে রেখেছেন জো রুট- ছবি: টুইটার

তৃতীয় টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার চেয়ে ২৬৯ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড, হাতে আছে ৮ উইকেট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, চা বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৯০ রান। উইকেটে আছেন জো রুট ও জো ডেনলি। 

লিডসে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৪৬ রানে অলআউট হওয়ায় ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রান। যা তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। দলীয় মাত্র ১৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। 

ইনিংসের শুরুতেই ফিরে যান দলের দুই ওপেনার ররি বার্নস ও জেসন রয়। বার্নস করেন ৭ রান, রয়ের ব্যাট থেকে আসে ৮ রান। যথাক্রমে উইকেট দুটি নেন জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

তৃতীয় উইকেটে স্বাগতিকদের ঘুরে দাঁড়াতে সাহায্য করে রুট ও ডেনলি জুটি। চা বিরতিতে যাওয়ার আগে দলকে আর বিপদের মুখে পড়তে দেননি তারা। তৃতীয় উইকেটে দলীয় স্কোরবোর্ডে ৭৯ রান যোগ করে নিরবচ্ছিন্ন রয়েছে রুট-ডেনলির জুটি। রুট অপরাজিত আছেন ৪৬ রান করে। অন্যদিকে, ডেনলি অপরাজিত আছেন ৩০ রান নিয়ে। 

এসএইচএস 

আরও পড়ুন