• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ০২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৬:২৯ পিএম

৫৫ বছরের পুরনো ইতিহাস ফিরিয়ে আনলো বাংলাদেশ 

৫৫ বছরের পুরনো ইতিহাস ফিরিয়ে আনলো বাংলাদেশ 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ফিল্ডিং করছে টাইগাররা। 

এই ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে কোনো স্বীকৃত পেসার ছাড়াই। এর সঙ্গে টাইগাররা আজ থেকে ৫৫ বছর আগের পুরনো এক ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে। ১৯৬৪ সালের পর টেস্টে এবারই কোনো অধিনায়ক দলের প্রথম পাঁচ বোলার হিসেবে স্পিনারদের ব্যবহার করেছেন।

আফগানিস্তানের প্রথম ইনিংসে লাঞ্চ বিরতির ঠিক আগেই দলের পঞ্চম বোলার হিসেবে বোলিং করতে আসেন স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। তার আগে হাত ঘুরিয়েছিলেন তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান; যাদের সবাই স্পিনার।  

বাংলাদেশ এর আগে ইতিহাসের প্রথম ও একমাত্র দল হিসেবে টেস্টে প্রথম পাঁচজন বোলারের সবাই স্পিনার ছিল ভারতীয় দলে। তারা ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন ঘটনা ঘটিয়েছিল । যদিও সে ম্যাচে পরে মিডিয়াম পেসার দিয়ে একাধিক ওভার করিয়েছিল ভারত। আজ আফগানিস্তানের বিপক্ষে স্লো মিডিয়াম পেসার সৌম্য সরকার এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার হাত ঘুরিয়ে ফেলেছেন।  

এমএইচবি/আরআইএস