• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ১২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ১০:০৯ এএম

আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান

আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ-আফগানিস্তান
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়ক। ছবি: বাফুফে

শক্তি, সামর্থ্য, র‌্যাংকিং সব বিচারেই বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। এমন বাস্তবতাকে সঙ্গী করেই তাজিকস্তানের দুশানবেতে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপ বাছাইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় তাদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে কাতারের কাছে ৬-০ গোলে হেরেছে আফগানিস্তান। তবুও তাদের ছোট করে দেখার উপায় নেই লাল- সবুজের প্রতিনিধিদের। ফিফা র‌্যাংকিংয়ে আফগানদের অবস্থান যেখানে ১৪৯ সেখানে বাংলাদেশ আছে ১৮২ তে। 

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের প্রায় সব ফুটবলারই খেলেন ইউরোপের বিভিন্ন দেশে। জাতীয় দলের খেলা হলে তারা সরাসরি যোগ দেন ক্যাম্পে। এছাড়া শারীরিক সামর্থ্যের দিক থেকেও অনেক এগিয়ে তারা। 

তবে আফগান ফুটবলারদের প্রতিহত করতে রণকৌশল সাজিয়েছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। কাতার ম্যাচের ভিডিও দেখিয়ে খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছেন নিজেদের কাজও। এখন দেখার বিষয় ওই কাজ ঠিকঠাক মতো করে বাংলাদেশের ফুটবলাররা আফগানদের বিপক্ষে ভালো ফলাফল নিয়ে আসতে পারেন কি না।  

এমএইচবি

আরও পড়ুন