• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৭:২৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৯:০০ পিএম

আফগানদের বিধ্বংসী শুরুর পর আফিফের জোড়া আঘাত

আফগানদের বিধ্বংসী শুরুর পর আফিফের জোড়া আঘাত
ছবি: বিসিবি

টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের শুরুটা হয়েছিল বিধ্বংসী। প্রথম ৬ ওভার থেকে ৪২ রান তুলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবেজ ও হজরতউল্লাহ জাজাই। বাংলাদেশের সব বোলারদের যখন তুলোধোনা করছেন তারা দুইজন। 

সেই সময়ে আফিফ হোসেন ধ্রুবকে বোলিংয়ে আনেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ে এসেই প্রথম দুই বলে ব্যাটসম্যানকে পরাস্ত করেন আফিফ, তৃতীয় বলেই পেয়ে যান কাঙ্খিত উইকেট।  গুরবেজ ও জাজাইয়ের গড়া ৭৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

৩৫ বলে ৪৭ রান করে আফিফের বলে মোস্তাফিজের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন জাজাই। এরপর ওই ওভারেই তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আসগর আফগানকে ফেরান আফিফ। কোনো রান তোলার আগেই নাজমুল হোসেন শান্তের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন আসগর আফগান। 

এরপর আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবেজকে ফেরান মোস্তাফিজুর রহমান। ২৭ বলে ২৯ রান করা গুরবেজের ক্যাচ নিজেই ধরেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার ১ বলে ৩ উইকেটে আফগানদের সংগ্রহ ৮৭ রান। 

আরও পড়ুন