• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৫:১৮ পিএম

অবশেষে অনুশীলনে ফিরলেন তামিম

অবশেষে অনুশীলনে ফিরলেন তামিম
ফাইল ছবি

বেশ লম্বা সময় ধরেই ছিলেন অফ-ফর্মে। সেটা কাটাতে বিশ্বকাপের পর অনুষ্ঠিত শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়েছিলেন। কিন্তু ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ইনজুরি ও সাকিব আল হাসান আগেই ছুটি নিয়ে নেয়ায় তা আর সম্ভব হয়নি।

যে কারণে শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হয়েই যেতে হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। ফলাফলটাও ভালো হয়নি। দলতো হোয়াইট ওয়াশ হয়েছেই তামিমও তিন ম্যাচে করেছেন যথাক্রমে ২,১৯ ও ০ রান। ওই সিরিজে ব্যর্থতার পরই জোড়ালো সমালোচনা শুরু হয় তামিমকে নিয়ে। 

আকাঙ্খিত সেই ছুটি তামিম পান এরপরই। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও এর পরের ত্রিদেশীয় সিরিজে । জানা গেছে, ছুটির এই সময়টা দেশের বাইরেই কাটিয়েছেন তিনি। এই সময়ে অনুশীলন তো বটেই, তামিম ছিলেন সবকিছুর আড়ালে। 

তবে সমর্থকদের জন্য আশার খবর, আবারো অনুশীলনে ফিরেছেন তামিম। রোববার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমি মাঠে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি। অনেকটা আড়ালেই নিজের অনুশীলন সেরেছেন দেশসেরা এই ওপেনার। কাউকে ভিডিও করতে এবং ছবি তুলতেও নিষেধ করে দেন তিনি।

এমএইচবি

আরও পড়ুন