• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১২:৫১ পিএম

ফাইনালের স্কোয়াডে পরিবর্তন নেই বাংলাদেশের

ফাইনালের স্কোয়াডে পরিবর্তন নেই বাংলাদেশের
ছবি: বিসিবি

ঘরের মাঠে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ বাদে শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। জিম্বাবুয়ে আর আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত এই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রাথমিক পর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে টাইগাররা। 

মঙ্গলবার ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ। যে ম্যাচের জন্য চট্টগ্রামে শেষ পর্বের জন্য দেয়া স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচের প্রথমটিতে জিম্বাবুয়ের সঙ্গে জয় পেলেও আফগানিস্তানের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। 

ওই ম্যাচে হারের পর চট্টগ্রাম পর্বের বাংলাদেশ দলে আনা হয় পাঁচটি পরিবর্তন। এরপর বাকি দুই ম্যাচে জয় পায় টাইগাররা। তাই ফাইনালের স্কোয়াডেও সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলে কোনো পরিবর্তন আনা হয়নি। 

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও আমিনুল ইসলাম বিপ্লব।

এমএইচবি

আরও পড়ুন