• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০১:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০১:৫৫ পিএম

ফাইনালে হানা দিতে পারে বৃষ্টি

ফাইনালে হানা দিতে পারে বৃষ্টি
টি-টুয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে খেলার মাঝে বাগড়া দিতে পারে বৃষ্টি। ফাইল ফটো

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে খেলার মাঝে বাগড়া দিতে পারে বৃষ্টি। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) খেলা শুরুর সাড়ে ৫ ঘন্টা আগে দুপুর ১টার দিকে ঢাকার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে বৃষ্টি থামলেও আকাশে মেঘ জমে রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বেলা ৩টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শতকরা ৫৫ ভাগ, যা বিকাল ৪টায় বেড়ে দাঁড়াবে শতকরা ৬৬ ভাগে।   

বিকাল ৫টার দিকে বৃষ্টির সম্ভাবনা ৪৯ ভাগে নেমে আসলেও টসের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টায় আবারো তা ৬৬ ভাগে উন্নীত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত আকাশে মেঘ থাকার পূর্বাভাস থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ম্যাচে বৃষ্টির বাধা আসার সম্ভাবনা থাকলেও তা ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা খুব একটা নেই।    

ক্রিকইনফো জানাচ্ছে, মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভা নাকি সামান্য ঘাস রেখেই উইকেট তৈরি করেছেন। ম্যাচের আগের দিন রাসেল ডমিঙ্গো ইঙ্গিত দিয়ে রেখেছেন টাইগার একাদশে থাকতে পারে ৪ পেসার। মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির কারণে উইকেটে ময়েশ্চার থাকলে ৪ পেসার খেলানোর সম্ভাবনা তাই এখন বাড়ছে। এমনটি হলে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। তার পরিবর্তে দলে আসতে পারেন পেসার রুবেল হোসেন। 

আরআইএস 
 

আরও পড়ুন