• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৪, ২০১৯, ০৫:১৩ পিএম

আমি বোলিংটা সবসময়ই করতে চাই : রিয়াদ

আমি বোলিংটা সবসময়ই করতে চাই : রিয়াদ
উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে উৎযাপনে মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

জাতীয় দলে মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেক পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে। তবে ধীরে ধীরে কেবলই ব্যাটসম্যান হয়ে পড়েছেন তিনি। অধিনায়করাও কোনো এক অজানা কারণে এখন আর বল তুলে দিচ্ছেন না তার হাতে। তিন বছর পর জাতীয় লীগে খেলতে নেমে চট্টগ্রামের বিপক্ষে বল হাতে ৬ উইকেট নিয়ে তিনি প্রমান করেছেন, বল হাতে এখনো দলের ভরসা হতে পারেন। 

মিরপুরে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২৬ ওভার বল করে ৫৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে তামিম-পিনাকের শতরানের জুটি ভেঙে রিয়াদ পান প্রথম উইকেট। পরের বলেই মুমিনুলকে ফিরিয়ে জাগান হ্যাটট্রিক সম্ভাবনাও। ১৩ ওভারে ২৫ রান খরচায় আবারও ইনিংসে তিন উইকেট পান এই অলরাউন্ডার।

বল হাতে অনিয়মতি রিয়াদ জানিয়েছেন বোলিংটা সবসময়ই করতে চান। তিনি বলেন, ‘আমি বোলিংটা সবসময় করতে চাই। আমার মনে হয় এটা আমাকে অতিরিক্ত একটি সুবিধা বা আত্মবিশ্বাস দেয় আমার ব্যাটিংয়ে।’

তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে মাঝখানে আমার কাঁধের ইনজুরি থাকায় সাত মাসের মতো বোলিং করতে পারিনি। আমি কিছু ওভার বোলিং করতে চাইছিলাম। বোলিং করতে হয়েছে আমাকে, আমার বোলিং প্র্যাকটিসটাও ভালো হলো। আমিও চাচ্ছিলাম যেন যত বেশি ওভার বোলিং করা যায়। এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল।’

এমএইচবি

আরও পড়ুন