• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৯, ১১:০২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৬, ২০১৯, ১১:৪৪ এএম

জামালদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফী-মুশফিকরা 

জামালদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফী-মুশফিকরা 
সংগৃহীত ছবি

ভারতের কলকাতায় স্বাগতিকদের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি জিততে জিততেও ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলার ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, সেই লিড ধরে রেখেছিল ৮৭ মিনিট পর্যন্ত।

তবে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের বিপক্ষে ড্র করে ভারত। জিততে না পারলেও ফুটবলারদের এমন অসাধারণ পারফরম্যান্সের পর সবার প্রশংসা কুড়াচ্ছেন জামাল ভূঁইয়া-ইয়াসিন খানরা। যা থেকে ব্যতিক্রম বাদ যাননি বাংলাদেশ দলের তারকা ক্রিকেটাররাও। 

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দারুণ খেলেছো তোমরা। শেষ মুহূর্তে গোল হজম করলেও তোমাদের নিয়ে আমরা গর্বিত। আশা হারানো চলবে না, মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে নজর দেই আমরা।’

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন,  ‘ছেলেদের জন্য দুর্ভাগ্যই বটে। তবে মাঠের নিবেদন ও পরিশ্রম দেখে আমরা গর্বিত। পরেরবার হবে ইনশাআল্লাহ্‌। সবসময় সমর্থন থাকবে।’

মূল সময়ের মাত্র দুই মিনিট আগে খাওয়া গোলে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ফিরে গেছেন ২০১২ এর এশিয়া কাপ ফাইনালে। তিনি লিখেছেন,  ‘আমাদের স্বপ্ন গুলো এভাবেই ভেঙে যায়। হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে। অভিনন্দন বাংলাদেশ।’

জাতীয় দলের তারকা পেস বোলার রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল দল দারুণ খেলেছে। সামনের ম্যাচে এর চেয়েও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায়।’ 

এমএইচবি

আরও পড়ুন