• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০২:০৩ পিএম

ইংল্যান্ড-বুলগেরিয়া ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে আটক ৬

ইংল্যান্ড-বুলগেরিয়া ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে আটক ৬
ইংল্যান্ড-বুলগেরিয়া ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে আটককৃতদের ৪ জনের ফটো প্রকাশিত হয়েছে। ফটো: এপি

ইউরো বাছাইপর্বে ইংল্যান্ড ও বুলগেরিয়ার ম্যাচ চলাকালীন সময়ে কৃষ্ণাঙ্গ ইংলিশ ফুটবলারদের উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগে ৬ জন বুলগেরিয়ান সমর্থককে আটক করেছে পুলিশ। ইতোমধ্যে ১৫ জনকে এ ঘটনার দায়ে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। আটককৃতদের মধ্যে তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: বিবিসি  

ঘটনার জেরে ইতোমধ্যে পদত্যাগ করেছেন বুলগেরিয়ান ফুটবল ইউনিয়ন সভাপতি বরিস্লাভ মিখাইলভ। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুবেম রাদেভ বর্ণবাদী আচরণের ঘটনার দ্রুত ব্যবস্থা নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই ঘটনাকে পুরো দেশের সমস্যা হিসেবে না দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (১৪ অক্টোবর) রাতে বুলগেরিয়ার মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ৬-০ গোলের বড় জয় পেলেও ফলাফল ছাপিয়ে স্বাগতিক দর্শকদের বর্ণবাদী আচরণই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। 

২৮ মিনিটের মাথায় ইংলিশরা যখন ২-০ গোলে এগিয়ে ছিল, তখন দলটির ডিফেন্ডার টাইরন মিংস গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য শুনতে পাওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি অধিনায়ক হ্যারি কেইনকে অবহিত করেন। রেফারি ইভান বেবেকের সঙ্গে কেইন বিষয়টি নিয়ে কথা বলেন। পরিস্থিতি অনুকূলে না থাকায় রেফারি বেশ বেশ কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ রাখেন। এ সময় স্টেডিয়ামে থাকা দর্শকদের উদ্দেশ্য করে ঘোষণাও দেয়া হয়, এমন কাজ আবারও করলে ম্যাচ বাতিলও করা হতে পারে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর খেলা শুরু হলেও ম্যাচের ৪৩ মিনিটের মাথায় বুলগেরিয়ার কিছু দর্শক ইংল্যান্ডের খেলোয়াড়দের লক্ষ্য করে ‘নাৎসি স্যালুট’ দিতে থাকে। কালো হুডি পরা কয়েকজন দর্শক এমন বিতর্কিত স্যালুট বারবার দিয়ে খেলার পরিবেশকে বাধাগ্রস্ত করছিল। এ সময় ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায়। রেফারি দ্বিতীয় দফায় খেলা বন্ধ রাখতে বাধ্য হন। 

ম্যাচ শেষে স্ট্রাইকার রাহিম স্টার্লিং তার টুইটারে লিখেছিলেন, ‘বুলগেরিয়ার জন্য খারাপ লাগছে, তাদের স্টেডিয়ামে এমন গর্দভ দর্শক খেলা দেখতে আসে। ৬-০ তে জিতে আমরা আমাদের কাজটা করেছি। আমাদের সমর্থকরা নিরাপদে সফরটা করে গেছে, তাদের অভিনন্দন।’ 

জেসে লিনগার্ড তার টুইট বার্তায় লিখেছিলেন, ‘যারা সুন্দর খেলাটাকে নষ্ট করতে চায়; ইংল্যান্ডের সবাই তাদের চেয়ে অনেক শক্তিশালী। উয়েফার উচিৎ এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া।’ 

মার্কাস র‍্যাশফোর্ড টুইট করেন, ‘এরকম পরিস্থিতিতে খেলা সহজ কাজ নয়। ২০১৯ সালে এমনটা হবে, সেটা মেনে নেয়া যায় না। এমন প্রতিকূলতার মাঝেও আমরা তিন পয়েন্ট পেয়েছি। কিন্তু এসব বন্ধ করতে হবে।’ 

তবে বুলগেরিয়া কোচ কাসেমির বালাকোভ বর্ণবাদী কোনো মন্তব্যই শুনতে পাননি জানিয়ে বলেন, ‘আমি ব্যাক্তিগতভাবে এরকম কিছু শুনিনি। আমি দেখেছি রেফারি ম্যাচ বন্ধ রেখেছেন। আর শুধু বুলগেরিয়ার দর্শকই নয়, ইংল্যান্ডের সমর্থকরাও শিষ দিচ্ছিল বুলগেরিয়ার জাতীয় সঙ্গীতের সময়। দ্বিতীয়ার্ধে তারা আমাদের সমর্থকদের উদ্দেশ্য করে অনেক কিছুই বলেছেন যা আমার পছন্দ হয়নি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের সবার মনোযোগটা ফুটবলেই ছিল। যদি সত্যিই বর্ণবাদের মতো কিছু হয়ে থাকে, তাহলে সেটার জন্য আমরা দুঃখিত। বুলগেরিয়ার ফুটবল এটা নিয়ে কাজ করে যাচ্ছে।’ 

আরআইএস 

আরও পড়ুন