• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৫:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৫:২৪ পিএম

‘খেলোয়াড়রা আলাদা নয়, বিসিবিরই অংশ’

‘খেলোয়াড়রা আলাদা নয়, বিসিবিরই অংশ’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মোট এগারো দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। এসব দাবি পূরণের আগ পর্যন্ত সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা তাদের।
 
তবে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি বলছে এই ব্যাপারে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না। আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করা হবে জানিয়ে খেলোয়াড়দের বিসিবিরই অংশ বলে দাবি করেছে তারা। খেলোয়াড়দের ধর্মঘটের ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, ‘আমরা ওদের কথা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটাররা এখনও আমাদের কাছে এসব বিষয় উপস্থাপন করেনি। খেলোয়াড় এবং বোর্ড আলাদা নয়। ওরা আমাদেরই অংশ। ওদের কোনো দাবি-দাওয়া থাকলে আমরা অবশ্যই সেগুলো দেখবো।’

এমএইচবি

আরও পড়ুন